966

04/18/2025 বিএনপি–জামায়াতের নেতা–কর্মীদের হাত–পা ভেঙে দেওয়ার নির্দেশ এমপি বাহাউদ্দিনের

বিএনপি–জামায়াতের নেতা–কর্মীদের হাত–পা ভেঙে দেওয়ার নির্দেশ এমপি বাহাউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর ২০২৩ ০৫:১৬

বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে হাত–পা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন।

গতকাল সোমবার কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের পিটিআই স্কুলমাঠে এক নির্বাচনী সভায় তিনি ওই নির্দেশ দেন বলে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা।

 

গতকাল সোমবার কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের পিটিআই স্কুলমাঠে এক নির্বাচনী সভায় তিনি ওই নির্দেশ দেন বলে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা।

 

আমার নির্বাচনী এলাকার যত স্কুল আছে, যত কলেজ আছে, যত মাদ্রাসা আছে; একটা স্কুল, কলেজ মাদ্রাসা নেই যেখানে আমার কাজ হয়নি। একটা মসজিদ নাই যেখানে আমি টাকা দেই নাই—একবার, দুইবার, তিনবার। আজকে যখন আমি শহরে বের হই। আমি নিজেও চিন্তা করি কীভাবে সম্ভব, এত কাজ করা, কীভাবে? একভাবেই শুধু সম্ভব, আমি আপনাদেরকে ভালোবাসি। সেই সকাল থেকে আরম্ভ হয় আমার কাজ। রাত্র ৮টা, ৯টা, ১০টা পর্যন্ত আমি মানুষের কাজ করি।’

 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com