980

04/18/2025 ঢাবি ছাত্রদল সভাপতিকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

ঢাবি ছাত্রদল সভাপতিকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২৩ ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেলকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর রায়েরবাগ এলাকা থেকে তাকে তুলে নেওয়া‌ হয়েছে বলে জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল ফকির। 

তিনি জানান, ডিবির একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে একটি দল বাসা ঘেরাও করে তাকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা নিজেদের ডিবি পরিচয় দেয়। 

 

 

 

 

 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com