ঢাকা | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

জাবিতে ধর্ষণকাণ্ড: ছাত্রলীগ নেতাসহ ৪ জন তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৫

ধর্ষণকাণ্ডে গ্রেফতার চার আসামি

ধর্ষণকাণ্ডে গ্রেফতার চার আসামি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আশুলিয়া থনার মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেতা মোস্তাফিজুরসহ চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

অপর আসামিরা হলেন- সাব্বির হাসান, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামান।

রোববার তাদেরকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালতে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন বেলা ৫টার দিকে তাদেরকে আদালতে আনা হয়। এ সময় তাদেরকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়।

এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে হল-সংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ ঘটনায় রাত থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top