ঢাকা | রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বারে গুলি, ১৫ জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ জুলাই ২০২২ ০৮:৩৯

বারে গুলি, ১৫ জন নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েতু শহরের একটি মদের বারে গুলির হামলার ঘটনা ঘটেছে৷ 

গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কিছু পরে সোয়েতু শহরের একটি মদের বারে ছোট গাড়িতে করে নয়জন ব্যক্তি আসেন৷ 

তারা বারে ঢুকে এলোপাথারি গুলি করা শুরু করেন। এতে করে  ১৫ জন ব্যক্তি নিহত হন৷ এ ঘটনায় আহত হন আরও ৮জন। যারা আহত ও নিহত হয়েছেন তারা সবাই তখন মদ্যপান করছিলেন৷ 

স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন৷ তবে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে বৈদ্যুতিক সংযোগ না থাকায় স্থানটি কিছুটা দুর্গম। 

প্রাথমিকভাবে বিষয়টি গ্যাংগ্রুপের দ্বন্দ্ব হিসেবে সন্দেহ করছে পুলিশ৷ তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সাম্প্রতিক সময়ে এরকম কোনো দ্বন্দ্বের বিষয়ে তারা অবগত ছিলেন না৷

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top