ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সিরাজগঞ্জে মেডিকেল কলেজশিক্ষকের হাতে ছাত্র গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৪ ২০:৪১

সিরাজগঞ্জে মেডিকেল কলেজশিক্ষকের হাতে ছাত্র গুলিবিদ্ধ

সিরাজগঞ্জে মেডিকেল কলেজশিক্ষকের হাতে ছাত্র গুলিবিদ্ধ

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক ডা. রায়হান শরিফের হাতে আরাফাত আমিন তমাল নামে একই কলেজের ছাত্র গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে ফরেনসিক মেডিসিন বিভাগে ভাইভা চলাকালে এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় মেডিকেল কলেজ থেকে ওই শিক্ষককে পুলিশের হেফাজতে নিয়েছে। এ ঘটনার পর থেকে শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ ও শাস্তি দাবি করে বিক্ষোভ শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, মেডিসিন বিভাগের শিক্ষক ডা. রায়হান শরিফ ভাইভা চলাকালে কোনো কারণ ছাড়াই হঠাৎ তমালের ডান পায়ে গুলি করেন। তাদের অভিযোগ ডা. রায়হান শরিফ বিভিন্ন সময় শিক্ষার্থীদের কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।

এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি ডা. রায়হান শরিফ কমিউনিটি মেডিসিনের শিক্ষক হওয়া সত্ত্বেও ফরেনসিক বিভাগে ক্লাস নিতেন। ক্লাসের সময় ছাড়াও প্রায়ই তিনি পিস্তল নিয়ে চলাফেরা করতেন।

সোমবার বিকালে ক্লাসে ভাইভা চলাকালে হঠাৎ তার কাছে থাকা পিস্তল দিয়ে ৩য় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে ডা. রায়হান শরিফকে ক্লাসে তালাবদ্ধ করে রেখে আহত ছাত্র তমালকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

পরে ওই শিক্ষকের বিচার দাবি করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র ও শিক্ষকের মধ্যে গণ্ডগোল হয়েছে। তবে বিষয়টি পুরোপুরি না জেনে কিছুই বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল জানান, অভিযুক্ত শিক্ষককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা এখনই বলা যাচ্ছে না। সব অভিযোগ ক্রসচেক করে প্রকৃত ঘটনা বলা যাবে।

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top