ঢাকা | রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

মে মাসে কলকাতায় গিয়ে চিকিৎসা নেননি আজিম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ জুন ২০২৪ ১৫:৪১

ফাইল ফটো

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের তদন্তে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস (ই এম বাইপাস) সড়ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে সিআইডি। তিনি ওই হাসপাতালে চিকিৎসার জন্য যেতেন। খবর আনন্দবাজার অনলাইনের।

চিকিৎসা সংক্রান্ত খোঁজ নিতেই শুক্রবার তদন্তকারীরা সেখানে যান। তবে সিআইডি জানতে পেরেছে, মে মাসে কলকাতায় আসার পর আনোয়ারুল আজিম ওই হাসপাতালে যাননি। তবে তার আগে এ বছর আরও দুবার তিনি কলকাতায় গিয়েছেন। তিনি ওই সময় হাসপাতালে গিয়েছিলেন কি না, সে ব্যাপারে খোঁজ করছে সিআইডি।

বাংলাদেশ পুলিশের কাছ থেকে সিআইডি জানতে পেরেছে, গত ১৯ জানুয়ারি আনার কলকাতায় গিয়েছিলেন। কদিন পরে ফিরে আসেন।  গত ১৮ মার্চ ফের ভারত যান। একদিন থেকেই দেশে ফিরে আসেন তিনি।

খুনের তদন্তে গ্রেফতার কসাই জিহাদকেও ক্রমাগত জেরা করছে সিআইডি।  জিহাদ নানা কথা বলে তদন্তকারীদের বিভ্রান্ত করতে চাইছেন। পুরো বিষয়টি সিয়াম নামে আরেক অভিযুক্ত সব জানে বলেও দাবি করছেন তিনি।

শনিবার সকালে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনও কাঠমান্ডুর মাটি ব্যবহার করে অন্য দেশে চলে গেছে। এমন আরও অন্য আসামিদের বিষয়েও তথ্য পাচ্ছি।

শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছে বলে শুনেছি। এ ছাড়া হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর অন্যান্য আসামিরাও নেপালে যাওয়ার সম্ভাবনা আছে। সবদিক বিবেচনা করে নেপাল যাচ্ছি।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top