যশোরে ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ জুন ২০২২ ১১:৪২

যশোরের বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদের সদস্য আশানুজ্জামান বাবলুকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আশানুজ্জামান বাবলু মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং বর্তমান পুটখালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।
মঙ্গলবার রাত ১০টার সময় উপজেলার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে ইউপি মেম্বর বাবলু বালুন্ডা বাজারে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, কে বা কারা তাকে হত্যা তা এখনই নিশ্চিত করে কিছু বলাযাচ্ছে না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাবলু নিজেও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে ১২ টি মামলা রয়েছে।
এদিকে, বাজারে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
আপনার মূল্যবান মতামত দিন: