ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
মাদ্রাসার ছাত্র হত্যার জের

দন্ডপ্রাপ্ত হৃদয়ের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২২ ১৬:১৩

দন্ডপ্রাপ্ত হৃদয়ের বাড়িতে হামলা (ইনসার্টে- ইমরান হাসান হৃদয়)

 

মাদ্রাসার ছাত্র রুবেলকে খুনের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী ইমরান হাসান হৃদয়ের বাড়িতে হামলা করেছে দুর্বিত্তরা। স্থানীয় বেসরকারী সংস্থা (এনজিও) নারী বিকাশ কেন্দ্রের এড়িয়া ম্যানেজার হৃদয় দীর্ঘদিন থেকে পলাতক রয়েছেন, যাকে গ্রেফতারের দাবী করে আসছিল শরিয়তপুর কামিল মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ স্থানীয়রা।

গতকাল বৃহস্পতিবার রাতে একদল যুবক এই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। সৌলপারা ইউনিয়নের সারেঙ্গা গ্রামে বাড়িতে এ হামলা চালিয়ে ভাঙচুর করা হয় ।

উল্লেখ, ১৭ ফেব্রুয়ারি শারিয়াতপুর ১ দায়রা জজ আদালত হৃদয়কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। এরপর ৪ মাস পেরিয়ে গেলেও আসামি এখনও ধরা ছোয়ার বাহিরে রয়েছে।

প্রত্যক্ষদর্শী হৃদয়ের চাচাত ভাই শওকত মীর বলেন, ১০-১২টি মোটরসাইকেল এ ২০-২৫ জন সশস্ত্র যুবক বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা রামদা, দা, কুড়াল দিয়ে বাড়ির একাংশ ভাঙচুর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘরে ঢুকে মালামাল তছনছ করে। সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র দেখে তিনি পাশের ঘরে গিয়ে আশ্রয় নেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ‘আমরা হঠাৎ ভাঙচুর ও কোপানোর শব্দ শুনে দৌড়ে এসে দেখি ২০-২৫ বছর বয়সী অনেক যুবক বাড়ী ভাঙচুর করছে। তাদের অপরিচিত লাগছিল, তাদের আমরা চিনি না। কিছুক্ষণ ভাঙচুর করে আবার তারা মোটরসাইকেলে চলে যায়। ধারণা করা হচ্ছে, তারা শরিয়াতপুর পালং থেকে এসেছিল। 

এ প্রসঙ্গে শরিয়াতপুর সদর থানার এসআই আসলাম উদ্দিন বলেন, শুনতে পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা বাড়ীর একপাশ কুপিয়েছে, কিছু মালামাল ভাঙচুর করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তবে থানায় এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। করলে ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে হৃদয়ের পরিবারের একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সদ্য সাবেক ওয়ার্ড কাউন্সিলর বাবুল ফকির বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী ইমরান হাসান হৃদয়ের উপর মানুষজন ক্ষেপা। অনেকদিন থেকে তাকে গ্রেফতারের দাবী করে আসছিল। কিন্তু সে গ্রেফতার হচ্ছে না। সেই ক্ষোভ থেকেই এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারনা করছি।   




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top