ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

মিউজিক ভিডিওর শুটিং সেটে ৮ মডেলকে ধর্ষণ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২২ ০১:০৩

মিউজিক ভিডিওর শুটিং সেটে ৮ মডেলকে ধর্ষণ

শুটিং সেটে চলছিল মিউজিক ভিডিওর দৃশ্যধারণ। হঠাৎ সেই শুটিং সেটে ঢুকে পড়ে বন্দুকধারীদের একটি দল। অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে মিউজিক ভিডিওতে অংশ নেওয়া ৮ মডেলকে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এক শহরে এ ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দেশটির আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রী ভেকি সেলর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সরঞ্জাম নামিয়ে সেট তৈরির সময়ই বন্দুকধারীদের দলটি ওই মিউজিক ভিডিওর ক্রু এবং কাস্টদের ওপর হামলা চালায়। জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলীয় ছোট শহর ক্রুগারসডর্পের উপকণ্ঠে বৃহস্পতিবার হামলা ও ধর্ষণের ঘটনায় নিরাপত্তা বাহিনী প্রায় ২০ সন্দেহভাজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে। মডেলদের মালামালও লুট করে তারা।  

 

মন্ত্রী ভেকি সেল জানান, ধর্ষণের শিকার নারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন নারীকে ১০ দুর্বৃত্ত এবং আরেক নারীকে ৮ জন মিলে ধর্ষণ করে। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান, অপরাধীদের গ্রেফতার নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।  

দক্ষিণ আফ্রিকায় প্রতি ১২ মিনিটে গড়ে একটি করে ধর্ষণ বা একই ধরনের অপরাধের অভিযোগ আসে পুলিশের কাছে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে দেশটির ধর্ষণের ঘটনার খবর খুবই কমই আসে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top