ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বাস থেকে স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৫

তানজিমুর রহমান | প্রকাশিত: ৭ আগস্ট ২০২২ ১১:২৪

বাস থেকে স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৫

গাজীপুরে যাত্রীবাহী তাকওয়া পরিবহনের একটি বাসে ভোররাতে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সন্ধ্যার মধ্যেই পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোররাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এদিন সন্ধ্যার মধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতরা তাকওয়া পরিবহনের স্টাফ। তবে, তাৎক্ষণিকভাবে পুলিশ গ্রেপ্তারকৃতদের নাম ঠিকানা জানায়নি।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী (২৩) তার স্বামীকে নিয়ে নওগাঁ থেকে রওনা করে এসে ভোররাত তিনটার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে বাস থেকে নামেন। সেখান থেকে তারা শ্রীপুরের স্কয়ার মাস্টারবাড়ি যাওয়ার জন্য ভোগড়া বাইপাস মোড় থেকে তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ওঠেন।

তাকওয়া পরিবহনের ওই বাসটি গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এসে পৌঁছালে সেখান থেকে একই পরিবহনের আরও তিনজন স্টাফ বাসটিতে ওঠে। ইতিমধ্যে বাসটিতে দুজন স্টাফ অবস্থান করছিল। পরে ওই বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে বাঘের বাজার অতিক্রম করে ওই নারী স্বামীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া হয়। এরপর তারা ৫জন মিলে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় বাসে থাকা ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করে। পরে তারা ওই নারীকে নামিয়ে দিয়ে বাস নিয়ে পালিয়ে যায়।

এর আগে, ওই নারী ও তাঁর স্বামীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

পাশবিক নির্যাতনের শিকার নারী গাজীপুরে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করেন।

এ ঘটনায় ওই নারীর স্বামী শনিবার সকালে শ্রীপুর থানায় মামলা করেন। অভিযোগের প্রেক্ষিতে শ্রীপুর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে তাকওয়া পরিবহনের পাঁচজন স্টাফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নারীর ছিনিয়ে নেওয়া টাকা এবং ব্যাগ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রবিবার বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 
 
 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top