ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১
জাতীয় প্রেসক্লাবের বিবৃতি

রাজনৈতিক প্রতিহিংসা, শারিরিক নির্যাতন ও জীবননাশের ভয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন সাংবাদিক মামুন

সিটি পোষ্ট | প্রকাশিত: ১৫ মে ২০২২ ০১:৪১

পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যেই নানামুখী পদক্ষেপ নিয়েছে

 

রাজনৈতিক প্রতিহিংসা, শারিরিক নির্যাতন ও জীবননাশের ভয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন আব্দুল্লাহ। সম্প্রতি জাতীয় প্রেসক্লাব থেকে দেওয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খাঁন স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, সাংবাদিক মামুন আব্দুল্লাহ কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের সার্বক্ষনিক নজরদারি, প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকির কারণে সাংবাদিকতা দুরের কথা, দেশে তার টিকে থাকাই কঠিন। প্রতিনিয়ত জীবননাশের হুমকিতে তিনি ও তাঁর পরিবার। ফলে তার স্বাভাবিক জীবনযাপনে মারাত্মক ব্যঘাত ঘটেছে।

জাতীয় প্রেসক্লাবের বিবৃতি

বিবৃতিতে বলা হয়, মো. আব্দুল্লাহ আল মামুন (মামুন আব্দুল্লাহ), পিতা: মৃত মো. আব্দুল কুদ্দুস, মাতা: মৃত হনুফা খাতুন, গ্রাম: নওহাটা, পোষ্ট + থানা. শেরপুর সদর,  জেলা: শেরপুর-২১০০ আমার পরিচিত সজ্জন ব্যক্তি। তিনি জাতীয় প্রেসক্লাবের  একজন স্থায়ী সদস্য। বর্তমানে মো. আব্দুল্লাহ আল মামুন দৈনিক দেশ রূপান্তর নামক জাতীয় পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করছে। বিগত ১২ বছর ধরে তিনি বাংলাদেশের শীর্ষ স্থানীয় সংবাদপত্র দৈনিক যুগান্তর, প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪ ডটকম এবং শীর্ষ নিউজ ডটকমসহ একাধিক গণমাধ্যমে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংবাদিকতার উপর বাংলাদেশের সরকারি ও বেসরকারি খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছেন তরুন এই রিপোর্টার।

এতে বলা হয়, তিনি বরাবরই দেশের আর্থিকখাতের একজন অনুসন্ধানী প্রতিবেদক। বাংলাদেশের দেশের আর্থিকখাতের দুবৃত্তায়ন, বিদেশে মুদ্রাপাচার, ব্যাংকিংখাতের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধার মাধ্যমে নিয়ন্ত্রকসংস্থা কর্তৃক প্রভাবশালীদের বিভিন্ন দুর্নীতিতে সহায়তা করা এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল ও কর্পোরেট নানা অনিয়ম নিয়ে তিনি বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। এসব প্রতিবেদন জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচিত হওয়ায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও প্রতিষ্ঠান থেকে সেরা রিপোর্টার পুরস্কার এবং ফেলোশীপ অর্জন করেছেন তিনি। এরফলে তিনি প্রভাবশালীদের চক্ষুশুলে পরিনত হয়েছেন। এতে বাংলাদেশে তাঁর পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়, ইতিমধ্যে কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের সার্বক্ষনিক নজরদারি, প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকির কারণে সাংবাদিকতা দুরের কথা, দেশে তার টিকে থাকাই কঠিন। প্রতিনিয়ত জীবননাশের হুমকিতে তিনি ও তাঁর পরিবার। ফলে তার স্বাভাবিক জীবনযাপনে মারাত্মক ব্যঘাত ঘটছে। এ অবস্থায় রাজনৈতিক প্রতিহিংসা, শারিরিক নির্যাতন সর্বোপরি জীবননাশের ভয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন উদীয়মান এই সাংবাদিক।

 

এ প্রসঙ্গে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খাঁন বলেন, সাংবাদিক মামুন আব্দুল্লাহ পেশাগতভাবে সৎ, পরিশ্রমী, উদ্যোমী এবং পরিচ্ছন্নভাবমুর্তির আপোষহীন ও পুরস্কার প্রাপ্ত একজন সংবাদ কর্মী। কিন্তু তিনি বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। এরফলে তিনি প্রভাবশালীদের চক্ষুশুলে পরিনত হয়েছেন। এতে বাংলাদেশে তাঁর পক্ষে কাজ করা সম্ভব হচ্ছিল না। রাজনৈতিক প্রতিহিংসা, শারিরিক নির্যাতন সর্বোপরি জীবননাশের ভয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমরা এর প্রতিবাদ জানাই ও দু:খ প্রকাশ করছি।

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top