ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ডলারের দর আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ জুন ২০২২ ১৩:২৯

ডলারের দর আরও বাড়ল

ডলারের দর আরও বাড়াল বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার প্রতি ডলারে ১০ পয়সা বাড়িয়ে আন্তব্যাংকে ডলারের দর ঠিক করা হয়েছে ৯২ টাকা ৯০ পয়সা। এ নিয়ে চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রতি ডলারে দর বাড়ল ৮ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ। 

বাজার ঠিক রাখতে বিভিন্ন ব্যাংকের কাছে এরই মধ্যে ৭ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

দীর্ঘদিন ধরে আন্তঃব্যাংকে ডলারের দর ৮৪ টাকা ৮০ পয়সায় অপরিবর্তিত ছিল। তবে আমদানি ব্যাপক বাড়লেও রেমিট্যান্স কমাসহ বিভিন্ন কারণে গত আগস্ট থেকে ডলারের দর একটু করে বাড়তে বাড়তে এ পর্যায়ে আসে। 

গত বৃহস্পতিবার অবশ্য প্রতি ডলার ৯২ টাকা ৮৫ পয়সায় উঠে। সেখান থেকে ৫ পয়সা কমে সোমবার আবার ৯২ টাকা ৮০ পয়সায় নামে।

চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ডলারের দর ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। আর চলতি অর্থবছরের শুরুতে ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। এ হিসেবে চলতি বছরে এ পর্যন্ত দর বাড়ে ৭ টাকা ১০ পয়সা। আর চলতি অর্থবছরের এ পর্যন্ত বেড়েছে ৮ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ।

ডলার বিক্রির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪২ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। এর আগে গত আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ওপরে ছিল।

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top