ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ইসলামী ব্যাংকসহ দুটি ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক

তানজিমুর রহমান | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২ ১৬:৩৯

ইসলামী ব্যাংকসহ দুটি ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক

সম্প্রতি বিভিন্ন সংবাদের জের ধরে ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক ঘিরে দেশে আলোচনা শুরু হয়। এরপরই ব্যাংক ও ব্যাংকের ঋণ প্রদানে নজর দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক।

সেই সূত্রে ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক আবুল কালামকে। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসানো হয়েছে পেমেন্ট সার্ভিস বিভাগের পরিচালক মোতাসিম বিল্লাহকে।

মেজবাউল হক জানান, সম্প্রতি বড় অঙ্কের ঋণ অনিয়মের যেসব আলোচনা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে ব্যাংক দুটিকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কি না, পর্যবেক্ষকেরা তা তদারক করবেন।

তিনি আরও জানান, দুজন পর্যবেক্ষক মূলত ব্যাংকের সদস্য হিসেবে বোর্ডে থাকবেন। সেখানে গণমাধ্যমে আসা বিভিন্ন সংবাদ পর্যবেক্ষণ করে বোর্ডের সদস্যদের অবহিত করবেন। পাশাপাশি ভবিষ্যতে যেন ব্যাংকিং নিয়ম নীতির যাতে ব্যত্যয় না ঘটে সে বিষয়গুলো পর্যবেক্ষণ করে বোর্ডের সদস্যদের জানাবেন।

এর আগে ঋণ অনিয়ম ও জঙ্গি অর্থায়নের আশঙ্কায় ২০১০ সালের ডিসেম্বরে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর পর থেকে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (তৎকালীন মহাব্যবস্থাপক) পদমর্যাদার একজন কর্মকর্তা ব্যাংকটির বিভিন্ন সভায় অংশ নিতে শুরু করেন। 

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক থাকা অবস্থায় ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনা চট্টগ্রামভিত্তিক একটি শিল্প গ্রুপের হাতে চলে যায়। এরপর ২০২০ সালের মার্চে ওই পর্যবেক্ষক সরিয়ে নেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাবেক (তৎকালীন) গভর্নর ফজলে কবির ব্যাংকটিতে পর্যবেক্ষক রাখার পক্ষে ছিলেন না।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top