ঢাকা | সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার তাগিদ

ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২২ ১৬:০২

ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স

ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ফ্রান্স প্রবাসী সাংবাদিকদের জন্য আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। এসময়  বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়। প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষনার্থী এতে অংশ নেন। এসয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জার্মান ভিত্তিক ডয়েচে ভেলে বাংলা বিভাগের প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক খালেদ মহিউদ্দিন, অনলাইন পত্রিকা প্রবাসের আলোর ম্যানেজিং এডিটির ওমর ফারুক ও যুগান্তরের সাবেক সিনিয়র রিপোর্টার মামুন আব্দুল্লাহ।

খালেদ মহিউদ্দীন বলেন, বস্তুনিষ্ট সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে। কারো সঙ্গে আপস করা যাবে না। নিজের যোগ্যতাকে বাড়াতে পারলে সাংবাদিকতা মানও বাড়বে। এজন্য সবার আগে নিজেকে গড়তে হবে।

ওমর ফারুক বলেন, সাংবাদিকতার মূল কথা তথ্য সততা ও বিস্তুনিষ্ঠতা। হলুদ সাংবাদিকতার তকমা থেকে ফ্রান্স সাংবাদিক কমিনিটিকে বের করে আনতে হবে। এজন্য সবাইয়ে সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

 

মামুন আব্দুল্লাহ বলেন, কিছু কিছু সংবাদ কর্মীর বিতর্কিত কর্মকান্ডের কারনে হাস্যরসের সৃষ্টি হয়। সাংবাদিক শুনলেই এখন অনেকে মুচকি মুচকি হাসে। প্রশংসিত আর সম্মানজনক একটি পেশাকে এভাবে হাস্যকর করে তোলার পিছনে অবশ্যই কিছু সাংবাদিক কখনোই এর দায় এড়াতে পারে না। প্রশিক্ষণ ও পড়াশোনা করে বস্তনিষ্ঠ ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করতে হবে।

 

 

ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী বলেন, সৎ ও সত্যিকার একজন সাংবাদিক গড়ে তুলতে কাজ করছে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব। এ উদ্দেশ্যেই এ ট্রেনিংয়ের আয়োজন করা। তিনি ভিন্ন মতাবলী আর দলে দলে বিভক্ত সবাইকে এক মেরুতে আসার আহবান জানান।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top