ঢাকা | সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

রাবি ছাত্রের মৃত্যুতে চিকিৎসকের অবহেলার অভিযোগ, আন্দোলনে সহপাঠীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২ ১৫:৪২

রাবি ছাত্রের মৃত্যুতে চিকিৎসকের অবহেলার অভিযোগ, আন্দোলনে সহপাঠীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমজিএম শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালের সামনে আন্দোলন করছেন তার সহপাঠীরা। 

এর আগে রাত ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলের তৃতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন শাহরিয়ার। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

 

শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি হবিবুর রহমান হলের ৩৫৪ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা শাহরিয়ারকে জরুরি ভিত্তিতে আইসিউতে নিতে বলেন। কিন্তু হাসপাতালে জরুরি বিভাগে থাকা ইন্টার্ন চিকিৎসকরা বলেন, চিকিৎসকের রেফারেন্স লাগবে। পরে ওই শিক্ষার্থী সেখানেই মারা যান। এ সময় তাদের সহপাঠী চিকিৎসার অভাবে মারা গেছেন- বলতেই ইন্টার্ন চিকিৎসক, আনসার সদস্যসহ অন্যরা তাদের ওপর হামলা চালান। এতে কয়েকজন আহত হয়েছেন।

আহতরা হলেন- রাবির মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামির, আহাদ, আকাশ ও নাজমুল।

শিক্ষার্থীদের অভিযোগ, সহপাঠী চিকিৎসায় অবহেলায় মারা যাওয়ায় তারা উত্তেজিত হয়ে পড়েন। ইন্টার্ন চিকিৎসক ও আনসার সদস্যরা তাদের মারধর করলে একপর্যায়ে তারা হাসপাতালের গাছের টপ ভাঙেন।

এ ঘটনায় এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রামেকের জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

 

শিক্ষার্থীরা জানান, রামেক প্রশাসন শাহরিয়ারের চিকিৎসায় অবহেলায় জড়িতদের এবং হামলাকরীদের চিহ্নিত করে গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। এরপর যারা দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন সবার মাথা গরম। ছাত্রের মৃত্যু থেকে কে কাকে, কেন মারলো সেটাই বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা দুপক্ষকেই শান্ত থাকার জন্য বলেছি।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top