ঢাকা | রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

মা-বাবা হলেন নওশীন-হিল্লোল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২২ ০২:২৯

মা-বাবা হলেন নওশীন-হিল্লোল

তারকা দম্পতি নওশীন-হিল্লোল সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের ঘর আলো করে এসেছে রাজকন্যা।

গতকাল ১৩ জুলাই তাদের ঘরে এসেছে নবজাতক। যুক্তরাষ্ট্রের উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে তাদের কন্যাসন্তান জন্ম নেয়। 

এই তথ্য জানিয়েছেন নওশীন-হিল্লোল। তারা মেয়ের নামও রেখেছেন।

মেয়ের নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা। মা ও সন্তান সুস্থ রয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top