ঢাকা | রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১
দুই বছর পর এলো খবর

রাশমিকা-বিজয় প্রেমে ভাঙন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ আগস্ট ২০২২ ১১:৪৪

রাশমিকা-বিজয় প্রেমে ভাঙন

‘পুষ্পা : দ্য রাইজ’ মুক্তির পর জনপ্রিয়তার শীর্ষে আছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এর মধ্যে সহশিল্পী বিজয় দেবারাকোন্ডার সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে বিস্তর চর্চা চলছে। মাঝে ভারতীয় গণমাধ্যমগুলো দুজনের বিয়ের আয়োজনও সেরে ফেলেছিল প্রায়! কিন্তু বিয়ে তো বহুদূর, দুই বছর আগে তাদের প্রেমই ভেঙে গেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

 

গত বছরের শেষভাগে ভারতের সমুদ্র শহর গোয়ায় ঘুরতে গিয়েছিলেন রাশমিকা-বিজয়, এরপরই তাদের নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল নেটমাধ্যমে।

 

বিজয়ের সঙ্গে ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবিতে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে রাশমিকার। তবে কী কারণে সম্পর্কে ইতি টেনেছেন তারা, তা এখনো জানা যায়নি। প্রেমের পাট চুকানোর পর আপাতত ‘সিঙ্গেল’ আছেন রাশমিকা, বিজয়ের সঙ্গে প্রেম না থাকলেও বন্ধুত্ব আছে ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে পরিচিত রাশমিকার।

 

মাঝে বিয়ের গুঞ্জন ছড়ানোর পর রাশমিকা দাবি করেছিলেন, তার নাকি বিয়ের বয়সই হয়নি! বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেও কেমন ভালোবাসার মানুষ চান, তার ধারণা দিয়েছিলেন এই অভিনেত্রী।

 

রাশমিকার ভাষ্য, ‘আমার কাছে মনে হয়, ভালোবাসা তখনই হয়, যখন দুজন দুজনকে সম্মান করে, সময় দেয় এবং একে অন্যের সঙ্গে নিরাপদ বোধ করে।’ মাঝে ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে দক্ষিণ ভারতের গ-ি পেরিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী। ছবিটি সুপারহিট হওয়ার পর রাশমিকার ব্যস্ততা বেড়েছে, পরিচালকেরা তাকে পেতে হুমড়ি খেয়ে পড়ছেন। ‘মিশন মঞ্জু’ ছবি দিয়ে শিগগিরই বলিউডেও অভিষেক ঘটছে এই দক্ষিণী নায়িকার। তার বিপরীতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। ২০১৬ সালে চলচ্চিত্রে পা রাখা রাশমিকাকে দেখা যাবে বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গেও।

 

‘গুডবাই’ হবে রাশমিকার এরপরের বলিউড সিনেমা। অন্যদিকে ‘লাইগার’ দিয়ে বিজয় দেবারাকোন্ডারও বলিউডে অভিষেক ঘটবে শিগগিরই।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top