ঢাকা | সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

বর্তমানে একটি দল ও গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করছে: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ মার্চ ২০২৪ ১০:৫২

আমির খসরু মাহমুদ চৌধুরী

বর্তমান সময়ে একটি দল, একটি গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করছে। শুধু তাই নয়, ব্যাংক থেকে শুরু করে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল বৃদ্ধির পাশাপাশি বিদেশে টাকা পাচারও করে যাচ্ছে এই সিন্ডিকেট চক্রটি। যার কারণে উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। ফলে দ্রব্যমূল্যের দাম দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

বুধবার বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশের ক্ষমতায় যাওয়ার এবং থাকার একমাত্র উপায় হচ্ছে জনগণের সমর্থন। এর বাইরে যেমনি কারও ক্ষমতায় যাওয়ার অধিকার নেই, তেমনি জোর করে ক্ষমতায় থাকারও কারও অধিকার নেই। বর্তমান সরকার জোর করে জনসমর্থন ছাড়াই ক্ষমতায় এসেছে। দেশের ৯৫ শতাংশ মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। জনগণ এই অবৈধ সরকার থেকে মুক্তি চাই। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top