ঢাকা | সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
ঢাকা ও রংপুরে বিক্ষোভ , পুলিশের লাঠিচার্জ

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ মন্ত্রীর অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ মে ২০২২ ২০:৫৬

আন্দোলন

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে গ্রাম-শহরে সর্বজনীন রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানিয়েছেন জোটের নেতারা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচিতে জোটের নেতারা এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে গণতান্ত্রিক জোট। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে নেতারা বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছেন ব্যবসায়ীরা কথা রাখেনি। অথচ ঈদের পর অফিস খোলার প্রথম দিন সরকার ব্যবসায়ীদের দেওয়া কথা ঠিক রেখে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। যেখানে তেল মজুত, ঠিকমতো সরবরাহ ও নির্ধারিত দামে বিক্রি না করার জন্য এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা, সেখানে দাম বাড়িয়ে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করছে।

 

বাম জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top