ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১
সেতু ভবনে হামলার মামলায় পাঁচ দিনের রিমান্ডে পার্থ

পার্থ, এ্যানীসহ সারাদেশে গ্রেপ্তার ৬২২ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪ ০১:১৯

প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য গুলশানের বাসা থেকে পার্থকে ডিবি অফিসে আনা হয়

প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য গুলশানের বাসা থেকে পার্থকে ডিবি অফিসে আনা হয়

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক এমপি আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে ডিবি পুলিশ গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যেই বিকেলে আটক করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে। 

 

ডিবি গুলশান বিভাগের উপকমিশনার জয়নুল আবেদীন বলেন, সেতু ভবনে হামলার ঘটনায় আন্দালিব রহমান পার্থর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। সেসব যাচাই করে দেখা হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে ডিবি। তবে পার্থর আইনজীবীরা আদালতে বলেন, ২০১৮ সালের পর থেকে বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে পার্থর কোনো সম্পর্ক নেই। সেতু ভবনে নাশকতার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার প্রশ্নই ওঠে না।

ডিবি সূত্র জানায়, প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য গুলশানের বাসা থেকে পার্থকে ডিবি অফিসে আনা হয়। পরে নাশকতার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। তিনি নাশকতাকারীদের অর্থ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রিমান্ড শুনানির সময় পার্থ আদালতকে বলেন, তিনি বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করেন। রাজনৈতিক জীবনে তিনি অনেকের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছেন। তাঁর সঙ্গে কোনো অন্যায় আচরণ হলে আরও যারা ইতিবাচক রাজনীতি করেন, তাদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বুধবার রাত ১টার দিকেই আন্দালিব রহমান পার্থকে আটক করা হয়। তিনি এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। 
এদিকে নাশকতাকারীদের বিরুদ্ধে চলমান চিরুনি অভিযানে গত ২৪ ঘণ্টায় ঢাকায় আরও ৪৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ঢাকায় মোট ২ হাজার ২০৯ জনকে গ্রেপ্তার করা হলো। মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১টি। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আরও ১৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৬২২ জনে। 

 

ডিবির অভিযানে বিএনপি-জামায়াতের গতকাল সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও বেশ কয়েকজন উল্লেখযোগ্য নেতা গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন– বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পাপ্পা শিকদার, নরসিংদীর ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল হক নীরু, নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম টিটু, শিবিরকর্মী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশরুর হাসান, কাফরুল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুল হোসেন, সহসভাপতি কে এম আরিফুল কবির, ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি কবির হোসেন মিল্টন, কলাবাগানের ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. আলমগীর, শিবিরকর্মী মো. নাইম, পুলিশ হত্যায় সন্দেহভাজন আবু বকর, রবিউল ইসলাম, সৌরভ মিয়া, মো. তারেক ও নাশকতায় জড়িত আব্দুল আজিজ সুলতান।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top