আ’লীগ নিজেরা দুর্ঘটনা ঘটিয়ে বিএনপির ওপরে চাপিয়ে দেয়-ফখরুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ জুন ২০২২ ০৪:৪১

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা দেখছি যে, বরাবরই আপনারা এই সব কথা বলেন। নিজেরা দুর্ঘটনা ঘটান তারপরে এটা বিএনপির ওপরে চাপিয়ে দেন। এটা হচ্ছে আপনাদের চরিত্র, এটা আপনাদের নীতি।’
শনিবার দুপুরে রাজধানীর ভাটারায় ঢাকা উত্তরের কয়েকটি ওয়ার্ড সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীর ভাটারা বাজারে কাছে ভাটারা থানা বিএনপির ওয়ার্ড সম্মেলন হয়। এই সম্মেলনের মধ্য দিয়ে উত্তর মহানগর বিএনপির ১৭, ৩৯ ও ৪০নং ওয়ার্ডের নতুন নেতৃত্ব নির্বাচন হবে।
ফখরুল বলেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা আপনাদের ব্যর্থতার কারণেই হয়েছে। যে ডিপোতে আগুন লেগেছে সেই ডিপোর মালিক আপনাদের লোক, আওয়ামী লীগের একজন নেতা। সেখানে তাকে গ্রেফতার না করে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যারা আহত হয়েছে তাকে আসামি করে মামলা দেওয়া হয়েছে।’
‘অর্থটা কী? অর্থটা হচ্ছে তারা ওই সব কাজ করবে, অর্থ আয় করবে আর বিএনপির লোকজন যারা কাজ করে তাদের বিরুদ্ধে মামলা দেবেন।এই সব করে কোনো লাভ হবে না। জনগণ আপনাদের প্রকৃত পরিচয় জেনে গেছে।’
এ সময় ফখরুল সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘পত্রিকায় এসেছে, সুইস ব্যাংকের বাংলাদেশিদের টাকার পরিমাণ গত এক বছরে তিন গুন বেড়েছে। অর্থাৎ যারা চুরি করছে, যারা লুট করছে তারা পাচার করে সুইস ব্যাংকে টাকা পাঠিয়ে দিচ্ছে। এভাবে তারা কানাডাতে বেগমপাড়া তৈরি করেছে, মালয়েশিয়াতে সেকেন্ড হাউস তৈরি করেছে এবং এই দেশে তারা কোনো বাধা-বিপত্তি ছাড়াই, কোনো জবাবদিহিতা ছাড়াই চরমভাবে প্রত্যেকটা খাতে দুর্নীতি করছে।’
‘একটা সংসদ আছে। এই সংসদ নির্বাচিত সংসদ নয়। সে কারণে সেখানে সরকারের সমালোচনা হয় না এবং সেখানে যেহেতু বিরোধী দল বলতে কিছুই নেই সেজন্য এই জবাবদিহিতার কাজটা তারা করতে পারে না।
আপনার মূল্যবান মতামত দিন: