যে কোনো দলেরই জোট ছাড়ার অধিকার রয়েছে: ফখরুল
সিটি পোষ্ট | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১ ১৬:৪২

খেলাফত মজলিসের ২০ দলীয় জোট ছাড়ার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো দলেরই জোট ছাড়ার অধিকার বা স্বাধীনতা রয়েছে। স্বতন্ত্র দল হিসেবে যে কোনো দল যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এটি তাদের দলের অভ্যন্তরীণ বিষয়। খেলাফত মজলিস যদি মনে করে তারা ২০ দলীয় জোটে থাকবে না, সেই স্বাধীনতা তাদের আছে।
গতকাল শুক্রবার সাংবাদিকদেরকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, মূলত আমরা অনেকগুলো রাজনৈতিক দল একটি লক্ষ্য নিয়ে জোটবদ্ধভাবে এগিয়ে গিয়েছিলাম। এখন তারা যদি মনে করে জোটের প্রয়োজনীয়তা নেই, তাহলে তারা ছেড়ে যেতেই পারে। এখানে আমাদের কিছু করার নেই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় খেলাফত মজলিসের জোট ছাড়ার পেছনে সরকারকে দায়ী করছেন। তিনি বলেন, জোট ছাড়ার সবচেয়ে বড় কারণ সরকারের পক্ষ থেকে দলগুলোর প্রতি চাপ। এছাড়া দলগুলোর মধ্যে বিরোধও রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: