বিএনপির সংকট নেই, সংকটে গোটা জাতি: ফখরুল
সিটি পোষ্ট | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১ ২৩:৩৩

বিএনপি কোনো সংকটে নেই, পুরো জাতিই সংকটের মধ্যদিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দেশে বর্তমানে কোনো গণতন্ত্র নেই, জবাবদিহিতাও নেই।
এ সময় বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই। সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মানুষের সবচেয়ে বড় শত্রু। পশ্চিমা বিশ্বের কাছ থেকে সহানুভূতি পেতে বাংলাদেশে জঙ্গি শব্দ ব্যবহার করছে সরকার।
মির্জা ফখরুল বলেন, কোনো মানুষই এই সরকারের কাছে নিরাপদ নয়। এদের হাত থেকে মুক্তি পেতে হবে। গোটা বাংলাদেশ তাকিয়ে আছে বিএনপির দিকে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তিনি খুবই অসুস্থ, তার বিদেশ যাওয়া দরকার। কিন্তু সরকার সেটা দিচ্ছে না।
আপনার মূল্যবান মতামত দিন: