ধৈর্য ধরে অপেক্ষা করবেন, গণসমাবেশ সফল হবে ইনশাআল্লাহ: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২ ১৬:৪৭

রাজশাহী সমাবেশস্থল মাদ্রাসা মাঠের পাশের ঈদগাহ মাঠের সড়কে অবস্থান করা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আগামীকালের গণসমাবেশ সফল হবে ইনশাআল্লাহ।
বিএনপি মহাসচিব বলেন, শত বাধা-বিপত্তি উপেক্ষা করে, কষ্ট করে আমরা গণতন্ত্রের মুক্তির জন্য উপস্থিত হয়েছি। এই শীতের মধ্যে আপনারা সারারাত খোলা আকাশের নিচে থেকে গণতন্ত্রের মুক্তির জন্য, দেশ ও নেত্রীর মুক্তির জন্য, ভোটের অধিকারের জন্য, আইনের শাসনের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। সেই জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিবাদন।
রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ। সারারাত সেখানেই অবস্থান করবেন নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব রাজশাহীর কাজিহাটা এলাকার একটি হোটেলে রাত্রিযাপন করবেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।
আপনার মূল্যবান মতামত দিন: