দুই ‘কিংস পার্টি’ পেল শুধু আশ্বাস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩ ০০:২৫

রাজধানীর গুলশান-২ নম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নতুন কেন্দ্রীয় কার্যালয়। আজ রোববার বিকেলে গিয়ে দেখা গেল, আলিশান কার্যালয়টিতে কোনো নেতা-কর্মী নেই। আছেন শুধু একজন অফিস সহকারী।
দলটি এবারের জাতীয় নির্বাচনের আগে নিবন্ধন পাওয়া দুটি দলের একটি। অন্যটি তৃণমূল বিএনপি। এই দুই দলের মাধ্যমে বিএনপির নেতাদের অনেককে নির্বাচনে আনার চেষ্টা ছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। দল দুটি পরিচিতি পেয়েছে ‘কিংস পার্টি’ হিসেবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ দেখা গেল, বিএনএম ও তৃণমূল বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে কোনো আসনে ছাড় পায়নি।
যদিও সংসদে বিরোধী দল ও এবারের নির্বাচনে নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। দলটির জোট শরিকেরা ছাড় পেয়েছে ৬টি আসনে।
বিএনএম ও তৃণমূল বিএনপি সূত্র বলছে, তারা পেয়েছে শুধু আশ্বাস। সেটা হলো, দু-একটি আসনে তাদের প্রার্থীদের জেতাতে আওয়ামী লীগের পক্ষ থেকে সহায়তা করা হবে।
বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর বলেনড়দ, ‘সরকারের সঙ্গে কোনো আলাপ-সমঝোতা হয়নি। তবে নিরপেক্ষ নির্বাচন হবে, এই আশ্বাস পেয়েছি।’ তিনি বলেন, ‘আমার শক্তি জনগণ, সরকার না। আমাদের প্রার্থীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ভোটের মাঠে থাকবেন। নির্বাচনের পরিবেশ না থাকলে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব।’
আপনার মূল্যবান মতামত দিন: