ঢাকা | সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

এবারের টঙ্গীর বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫ ১৬:১৮

ফাইল ফটো

ঢাকার অদূরে টঙ্গীতে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা এবার অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর। রোববার সচিবালয়ে তাবলীগ জামাতের দুই পক্ষের সাথে বৈঠকের পর এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তাবলীগ জামাতের জুবায়ের ও সা’দপন্থিদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘বিশেষ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। নির্বাচন উপলক্ষে ব্যস্ত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। তাই নির্বাচন ও রমজানের পর ইজতেমা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে সম্মতি জানিয়েছে তাবলীগ জামায়াতের নেতৃবৃন্দ। তবে কারা আগে ইজতেমা করবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

উপদেষ্টা মি. হোসেন এটিও বলেছেন যে, ইজতেমা দুই পর্বে হলেও কোন পক্ষ আগে করবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি সরকার।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচন পেছানোর কোন সম্ভাবনা ও পরিকল্পনা নেই সরকারের।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top