ঢাকা | শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

দলীয় মনোনয়ন না পেলেও প্রার্থী হবেন হাসান মামুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ১১:১৮

ছবিঃ সংগৃহীত

কোনো কারণে পটুয়াখালী-৩ আসনে দলীয় মনোনয়ন না পেলেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। তিনি যুগান্তরকে বলেছেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের চাপেই এই সিদ্ধান্ত। কোনোভাবেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। যে কোনো মূল্যে নির্বাচনে অংশ নেব। আমার বিশ্বাস এই আসনে দল আমাকেই মনোনয়ন দেবে।’
গুঞ্জন রয়েছে, বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের আসন সমঝোতা হয়েছে। বিএনপি গণঅধিকারকের পটুয়াখালী-৩ ও ঝিনাইদহ-২ আসন ছেড়ে দিচ্ছে। এটা হলে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জোটের প্রার্থী হবেন। এমন গুঞ্জনের মধ্যে হাসান মামুন প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন। শুধু তা-ই নয় সোমবার দুপুরে গলাচিপার সহকারী রিটার্নিং কর্মকর্তা থেকে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

এই আসনে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক মুহাম্মদ শাহ আলম। আর ইসলামী আন্দোলন প্রার্থী করেছে হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দীককে।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top