ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বান্দরবানে বাস উল্টে ২৫ পর্যটক আহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৪৬

বান্দরবানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে

বান্দরবানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে নারী-পুরুষ ২৫ জন পর্যটক আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কেরানীকাট-বান্দরবান সড়কের রেইছা ঢালু এলাকায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ২৫ জন পর্যটক আহত হয়। খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, চট্টগ্রামের হালিশহরের বেপারী পাড়া ৩৫ পর্যটক নিয়ে একটি ট্যুরিস্ট বাস বান্দরবান ভ্রমণে আসে। ঘুরাঘুরি শেষে ফেরার পথে রেইছা ঢালুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ২৫ জনের মতো পর্যটক আহত হয়। গুরুতর ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top