ঢাকা | রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

কক্সবাজার প্রতিনিধি | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪ ২৩:০৫

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় কক্সবাজারমুখী শ্যামলী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি বলেন, মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে আরও চারজন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈদগাঁও স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করা যাইনি। হতাহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top