ঢাকা | শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ফেনীতে ৩ জনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১১ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২৪ ১৬:১৮

ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্ট কালের সর্বাত্মক অসহযোগ আন্দোলন। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষ চলছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর সংবাদ জানা গেছে।

রোববার (৪ আগস্ট) ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেছেন, এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন। অনেকের অবস্থা সংকটাপন্ন। প্রায় ৬০ জনের মতো আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন জেনারেল হাসপাতালে।  নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে সরকার পতনের এক দফা দাবিতে  অসহযোগ আন্দোলনে এখন পর্যন্ত মুন্সিগঞ্জে ২ জন, বগুড়ায় ৩ জন, মাগুরায় ২ জন, পাবনায় ৩ জন ও রংপুরে ২ জনসহ ১১ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top