ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

গুলিবিদ্ধ ১২ জনকে হাসপাতাল থেকে নিয়ে গেল পুলিশ!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জুন ২০২২ ১০:৫৩

গুলিবিদ্ধ ১২ জনকে হাসপাতাল থেকে নিয়ে গেল পুলিশ!

বরিশাল ও ভোলার সীমান্তবর্তী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের সময় পুলিশের ছোড়া শর্টগানের গুলিতে আহত ১২ জনকে হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুক্রবার দুপুরে তাদের ধরে নিয়ে যায় ভোলা সদর থানার পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়ন ও ভোলার ভেদুরিয়া ইউনিয়নের মধ্যবর্তী মহিষমা‌রি গ্রামে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে মেহেন্দিগঞ্জের মহিষমারি গ্রামের ১২ জন গুলিবিদ্ধ হলে বিকালে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

এরপর আজ শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- চুন্নু হাওলাদারের স্ত্রী সাথী বেগম (৩০), জামাল রাঢ়ির স্ত্রী আমেনা বেগম (৩০), কাশেম হাওলাদারের ছেলে নান্নু হাওলাদার (৪০), দুলাল হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (২৫), নান্নু হাওলাদারের স্ত্রী আসমা বেগম (৩০), আবুল হোসেনের ছেলে রিয়াজ (৩৫), রহমান হাওলাদারের ছেলে হানিফ (৩৪), দিলু মোল্লার ছেলে আলী হোসেন (১৮), বাবুল গাইনের ছেলে সাইফুল (১৮), বেল্লাল রাঢ়ির ছেলে জামাল রাঢ়ি (৪০), গনি হাওলাদারের ছেলে শাহজাহান (৭০) ও কাঞ্চন মোল্লার স্ত্রী ফিরোজা বেগম (৫০)। 

এ বিষয়ে ভোলা সদর থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, জমির বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জসিম বলেন, দুপুরে হাসপাতাল থেকে আসামিদের গ্রেফতার করে ভোলায় নেওয়া হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 

 

 
1.5kShares
facebook sharing button



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top