ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

টেকনাফে শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেফতার

সিটি পোষ্ট | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১ ১৭:১০

টেকনাফে শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেফতার

টেকনাফের আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার পলাতক আসামি মো. রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ অক্টোবর) রাতে উপজেলার সাবরাং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাসেলে সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৌলভী আব্দুল গফুরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুলের নেতৃত্বে একটি দল সাবরাং এলাকায় অভিযান চালায়। এসময় আলোচিত মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী মো. রাসেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থেকে সে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিল।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top