ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা

তিন হাজার ১৮০ কোটি টাকার ৭ ক্রয়-প্রস্তাব পাশ

সিটি পোষ্ট | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১ ০৩:০৮

অর্থমন্ত্রী

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সাতটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয়-প্রস্তাবগুলোর মোট ব্যয় হবে ৩ হাজার ১৮০ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৮৭৪ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯১২ টাকা। বিশ্বব্যাংক ও দেশীয় ব্যাংকের ঋণ থেকে ৩০৫ কোটি ৭৭ লাখ ৩২ হাজার ১৫৮ টাকা ব্যয় করা হবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি সভায় কমিটির প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন।

অর্থমন্ত্রী বলেন, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৮তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪তম সভা হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ৭টি প্রস্তাব উত্থাপন করা হয়। ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ২টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি, খাদ্য মন্ত্রণালয়ের ১টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রস্তাব ছিল।

গত ২২ সেপ্টেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ২টি প্রস্তাবের প্রতিটিতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ করে মোট ৬৭ লাখ ২০ হাজার এমএমবিটিইউ এলএনজি গ্যাস আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রস্তাবে প্রতি ইউনিটের দাম পড়বে ৩৫.৮৯৩২ ডলার এবং অন্যটির প্রতি ইউনিটের দাম পড়বে ৩৬.৯৫ ডলার। অর্থাৎ প্রতি ইউনিটে গড়ে ৬ ডলারের বেশি ব্যয় হবে।

সভায় রাশিয়া থেকে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন গম সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাব গত মাসের ২৯ তারিখের সিসিইএ সভায় অনুমোদিত হয়। দেশটির সঙ্গে জি টু জি ভিত্তিতে নেগোসিয়েশনের মাধ্যমে গমের দাম নির্ধারণ করে প্রতি মেট্রিক টন গম ৪১৯ মার্কিন ডলার হিসেবে মোট ৪ কোটি ১৯ লাখ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৩৫৭ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি কেজি গমের দাম ৩৫.৭৬ টাকা।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top