ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

স্থিতিশীল কবীর সুমন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৪ ০৩:৩০

ছবি: সংগৃহীত

তীব্র শ্বাসকষ্ট নিয়ে ২৯ জানুয়ারি দুপুর ৩টার দিকে হাসপাতালে ভর্তি হন ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ কবির সুমন। আগে থেকেই তার বুকে সংক্রমণ ও হৃদযন্ত্রের কিছু সমস্যা রয়েছে। এদিন শ্বাসকষ্ট বেশি হলে তাকে হাসপতালে ভর্তি করা হয়। রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। ভারতীয় গণমাধ্যম গতকাল ডাক্তারদের বরাত দিয়ে জানিয়েছে, আগের চেয়ে এ শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি স্থিতিশীল রয়েছেন।

হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। এদিকে ভক্তদের উদ্দেশ্যেও হাসপাতালের বেড থেকে বার্তা দিয়েছেন কবীর সুমন। সোশ্যাল হ্যান্ডেলে ৭৫ বছর বয়স্ক এ গায়ক লিখেছেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগির সেরে উঠব। চিন্তা করবেন না।’

প্রসঙ্গত, ১৯৪৯ সালের ১৬ মার্চ ভারতের ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন কবীর সুমন।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top