ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বলিউডে জুটি বেঁধেছেন যেসব তারকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:২২

ফাইল ফটো

বিশ্ব ভালোবাসা দিবস আজ। একই সঙ্গে বইছে বসন্তের হাওয়া। ভালোবাসা দিবসে প্রেমের কথা উঠলেই মনে পড়ে যায় বলিউডের অনস্ক্রিন প্রেমের কথা। বলিউডের সিনেমার পর্দায় অনেক তারকা রোমাঞ্চকর জুটি বেঁধেছেন।


অমিতাভ-রেখা

বলিউডি প্রেমকাহিনির সেরা জুটি অমিতাভ-রেখা। গুজব আছে, ‘দো আনজানে’র সেট অফস্ক্রিন থেকে প্রেম শুরু হয়েছিল এই জুটি। আজও বলিউডের অন্যতম চর্চিত বিষয় রেখা-অমিতাভের প্রেম। যদিও সামাজিকভাবে অমিতাভ কখনো রেখাকে বিয়ে করেননি। তবে অনেকেই মনে করেন গোপনে বিয়ে করেছিলেন তারা।

শাহরুখ-কাজল

বলিউডে অভিনয়ে প্রেমিক-প্রেমিকা বলুন আর স্বামী-স্ত্রী বলুন প্রতিটি ক্ষেত্রেই এই জুটি দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছে। সফল এই জুটির সেরা ছবিগুলোর মধ্যে অন্যতম- ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘করন অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’।

রাজ কাপুর-নার্গিস

এই জুটির কথা না বললে বলিউডের প্রেমকাহিনী শুরুই করা যায় না। সাদা-কালো ফ্রেমে বন্দি এই জুটির রোমাঞ্চ দর্শকদের শিখিয়েছিল ভালোবাসার ভাষা। গুঞ্জন রয়েছে অনস্ক্রিন প্রেম করতে করতে একসময় নাকি অফস্ক্রিনেও রাজ কাপুরকে ভালোবেসে ফেলেন নার্গিস; কিন্তু সেই ভালোবাসা পরিণতি পায়নি।

দিলীপ-বৈজয়ন্তীমালা

বলিউডে এই জুটির প্রেমকাহিনী কখনই পুরোনো হওয়ার নয়। বলিউডের এই জুটির প্রেম বারবার যেন স্ক্রিপ্টের বাইরে বেরিয়ে অভিনয়ের নতুন মাত্রা তৈরি করেছে। আর তাতেই মুগ্ধ দর্শকরা।

ফারুক শেখ-দীপ্তি নাভাল

বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি। সিনে পর্দায় ফারুক শেখ ও দীপ্তি নাভালকে দেখে দর্শকরা কখনই বুঝতে পারতেন না তারা অভিনয় করছেন। বলিউডে প্রেমের নতুন মাত্রা যোগ করেছিলেন ফারুক-দীপ্তি।

ঋষি কাপুর-নীতু সিং

বলিউডের অন্যতম সফল প্রেমকাহিনি এই জুটির। দীর্ঘদিন প্রেম করার পর ঘর বাঁধেন তারা। একটা সময় বলিউডের ‘লাভার বয়’ বলে পরিচিত ঋষি কাপুরের সঙ্গে দুষ্টু মিষ্টি নীতু সিংয়ের অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা।

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top