ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আবারো শুরু হচ্ছে টিউন ট্যালেন্ট ইসলামি সংগীত প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৫৪

টিউন ট্যালেন্ট ইসলামি সংগীত প্রতিযোগিতা

জনপ্রিয় ইসলামি সংগীত প্রতিযোগিতা টিউন ট্যালেন্ট সিজন-৩ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগ্রহী প্রতিযোগীদের আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে বলে ঘোষণা দিয়েছেন আয়োজকরা।
এবারের আয়োজনে দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করা যাবে। প্রতি ক্যাটাগরিতে ৩ জন করে মোট ৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। ১ম এবং ২য় স্থান অর্জনকারী যথাক্রমে ১ লাখ ৬০ হাজার এবং ৪০ হাজার টাকা পুরস্কার পাবেন।

ক্যাটাগরি-এ এর ক্ষেত্রে শিল্পাঙ্গনের সঙ্গে জড়িত, টিউন ট্যালেন্ট ব্যতীত জাতীয় কোনো প্রতিযোগিতার বিজয়ী, যেকোনো শিল্পীগোষ্ঠীর সদস্য এবং অ্যালবাম রিলিজ হয়েছে এমন যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।

ক্যাটাগরি-বি এর ক্ষেত্রে শিল্পীগোষ্ঠীর সদস্য নয়, কোনো অ্যালবাম প্রকাশিত হয়নি এবং শিল্পাঙ্গনের সঙ্গে পেশাগতভাবে জড়িত নন- এমন সবাই অংশগ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে টিউন ট্যালেন্টের পূর্বের বিজয়ীদের মধ্যে কেউ অংশগ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য, মুসান্নিফ গ্রুপ কর্তৃক আয়োজিত টিউন ট্যালেন্টের গত সিজনে প্রায় ১৩০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন। বিচারক হিসেবে ছিলেন দেশবরেণ্য ও জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পী। সিজন-২ এর গ্র্যান্ডফিনালে দীপ্ত টেলিভিশন সম্প্রচার করেছিল।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top