ঢাকা | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

ঈদে হানিফ সংকেতের ‘আলোকিত অন্ধকার’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৪ ২০:৫৬

ঈদে হানিফ সংকেতের ‘আলোকিত অন্ধকার’

ঈদে আসছে হানিফ সংকেতের নাটক ‘আলোকিত অন্ধকার’। তিনি প্রতি বছর দুই ঈদের জন্য দুটি নাটক নির্মাণ করেন। তার ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, তেমনি গল্পেও থাকে একটি সামাজিক বক্তব্য।

ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাটকে দেখানো হয়েছে মা–বাবা, সন্তান, পুত্রবধূ—সবাই মিলে অত্যন্ত সুখী একটি পরিবার। পুত্রবধূর যেমন শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সবার সঙ্গে চমৎকার সম্পর্ক, তেমনি পুত্রবধূকেও শ্বশুরবাড়ির সবাই নিজের পরিবারের সদস্য মনে করেন। এই হাসি-আনন্দের মধ্যেই ঘটে বিপর্যয়, নেমে আসে আলোকিত পরিবারে অন্ধকার। এসব নিয়েই গড়ে উঠেছে ‘আলোকিত অন্ধকার’ নাটকের গল্প।

‘আলোকিত অন্ধকার’ নাটকের শুটিং হয়েছে মানিকগঞ্জে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আবুল হায়াত, ডলি জহুর, মীর সাব্বির, তারিন জাহান, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, নূরে কাঞ্চন, সুর্বণা মজুমদার।

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার। ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে।
 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top