ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শাহরুখের জন্য মমতার প্রার্থনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২২ ১০:৩৬

মমতা শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খান করোনাক্রান্ত হয়েছেন। সেই খবর পেয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় খুদে ব্লগিং সাইট টুইটারে শাখরুখ খানের আরোগ্য কামনা করেছেন। 

শাহরুখ খানের করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে টুইটারে মমতা বন্দোপাধ্যায় লিখেছেন, মাত্র জানলাম আমাদের ব্র্য়ান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুপারস্টারের দ্রুত আরোগ্য প্রার্থনা করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো শাহরুখ! খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে এসো!

এদিকে, একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন বলিউডের তারকারা। প্রথমে কার্তিক আরিয়ান। তারপরে ক্যাটরিনা কাইফ। আর এবার করোনায় আক্রান্ত শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত না জানালেও শাহরুখ মান্নাতে আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, ইতোমধ্যে বলিউডে শুরু হয়েছে অন্য জল্পনা। বলিউডের প্রখ্যাত পরিচালক করন জোহরের জন্মদিনের পার্টিতে গিয়েই কি একঝাঁক তারকা করোনা সংক্রমিত হলেন? রীতিমতো চর্চা চলছে এই বিষয় নিয়ে। 

গত ২৫ মে ছিল করন জোহরের ৫০তম জন্মদিন। জমজমাট পার্টিতে রীতিমতো চাঁদের হাট বসে যশরাজ স্টুডিয়তে। সেখানে হাজির ছিলেন বলিউডের প্রায় সব পরিচিত মুখ। 

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top