ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর এবার কার প্রেমে পড়েছেন নাগা?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ জুন ২০২২ ১১:৪৬

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর এবার কার প্রেমে পড়েছেন নাগা?

প্রথমে বিয়ে ভাঙা গুঞ্জন, তারপর নিজেই ডিভোর্সের ঘোষণা দিয়ে কয়েকদিন ধরে শিরোনামে রয়েছেন ভারতের দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনি। 

ভারতের দুই দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের বিয়ে বিচ্ছেদ ভক্তদের চূড়ান্ত হতাশ করেছিল। গত বছরের অক্টোবরে এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তারা। 

তাদের বিচ্ছেদের কারণ নিয়ে ভক্ত ও গণমাধ্যমে চলছিল চুলচেরা বিশ্লেষণ। এ নিয়ে ডালপালা মেলেছিল নানা জল্পনা।

সম্প্রতি নাগা চৈতন্য এক বলিউড নায়িকা তথা মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলে জোর গুঞ্জন উঠেছে।  অভিনেত্রী তথা মডেল সোবিতা ধুলিপালাকে নাগার সঙ্গে তার নতুন বাংলোতে দেখা গেছে- এমন সংবাদে বিষয়টি আরো আলোচনায় এসেছে। 

হায়দরাবাদের জুবিলি হিলে এক নতুন বাংলো কিনেছেন নাগা চৈতন্য। বাংলোটির কাজ এখনো চলছে। নাগা এখন ব্যস্ত বাংলোটিকে মনের মতো করে সাজাতে। সেখানেই এ মডেলের সঙ্গে তাকে দেখা যায় বলে জানা গেছে। আমাজন প্রাইম ভিডিও-র ‘মেড ইন’ ওয়েব সিরিজে সবার নজর কেড়েছিলেন সোবিতা। 

নাগা সব সময় নিজের ব্যক্তিগত জীবনকে সবার থেকে আড়ালে রাখতে পছন্দ করেন। তাই নাগা এ ব্যাপারে হয়তো কোনো দিনই প্রকাশ্যে কিছু বলবেন না। নাগা-সোবিতার সত্যি সত্যি প্রেমের সম্পর্ক, না তারা নিছকই বন্ধু, তা সামনে দেখা যাবে বলে মনে করছেন ভক্তরা। 

জানা গেছে, জুবিলি হিলের নির্মাণাধীন এই ভবনে নাগা আর সোবিতা বেশ কিছু সময় একসঙ্গে কাটিয়েছেন। খবর অনুযায়ী, নাগা আর সোবিতা একে অপরের সঙ্গে বেশ সাবলীল ছিলেন। এ সময় তাদের চোখেমুখে উচ্ছ্বাস ধরা পড়েছিল। এরপর তারা একসঙ্গে বাংলো থেকে বের হয়ে চলে যান। তবে এবারই প্রথম নয়, এর আগেও তাদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে।

২০১০ সালে একসঙ্গে ‘ইয়ে মায়া চেসভ’-এ কাজ করতে গিয়ে  একে অপরের প্রেমে পড়েন সামান্থা ও নাগা। ২০১৭ সালের জানুয়ারিতে তাদের বাগদান হয়। ওই বছরই অক্টোবরে বিয়ে করেন দক্ষিণী চলচ্চিত্রের এই জনপ্রিয় জুটি। তাদের বিচ্ছেদে মন ভেঙে গিয়েছে বহু ভক্তের। 
 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top