ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পোস্টারেই আলোচনায় দক্ষিণের বিজয় দেবেরাকোন্ডা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ জুলাই ২০২২ ০৫:৩৭

 দেবেরাকোন্ডা

ভারতের তেলেগু সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। পরিচালক পুরী জগন্নাথের 'লাইগার' সিনেমা দিয়ে বিজয়ের বলিউডে আত্মপ্রকাশ হতে যাচ্ছে। বিজয়ের নতুন সিনেমার পোস্টার প্রকাশের পর তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার বলছে, সিনেমার পোস্টার শেয়ার করে বিজয় টুইট করেছেন, আমার সর্বোচ্চ দিয়েছি এই সিনেমার জন্য। অভিনেতা হিসেবে আমার মানসিক, শারীরিকভাবে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ এটি। শিগগিরই আসছে 'লাইগার'।

পোস্টারটি শেয়ার করে করণ জোহর লিখেছেন, আপনি প্রতিদিন এমন চমক দেখতে পাবেন না।

'লাইগার' সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগুসহ ৫টি ভাষায় মুক্তি পাবে। এতে বিজয় একজন কিকবক্সারের চরিত্রে অভিনয় করেছেন। যিনি মুম্বাইয়ের একজন চা ওয়ালা থেকে পেশাদার বক্সার হয়েছিলেন। সিনেমাটি আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে।

বিজয় অভিনীত ডিয়ার কমরেড সিনেমাটি বক্স মাতিয়েছিল। এতে তার বিপরীতে অভিনয় করেন রাশমিকা মান্দানা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top