ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

২০ বছর আগের প্রেমিক বেনকে বিয়ে করলেন লোপেজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ জুলাই ২০২২ ০২:০০

২০ বছর আগের প্রেমিক বেনকে বিয়ে করলেন লোপেজ

হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক শনিবার যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে বিয়ে করেছেন।

২০ বছর পর তাদের ভালোবাসা পরিণতি পেল।’বিয়ের খবর নিশ্চিত করেন জেনিফার লোপেজ নিজেই। খবর সিএনএনের।

জেনিফার লোপেজ তার ওয়েবসাইটে লিখেছেন, বিয়েটা করেই ফেললাম। ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার।

জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক যুগল তাদের প্রথম বাগদান ভাঙার ১৭ বছর পর গাঁটছড়া বাঁধলেন।

২০০২ সালে গিগলি সিনেমার শুটিংয়ের সময় এই যুগলের সাক্ষাৎ। এর পর ২০০৩ সালে তাদের বাগদান হয়। তবে এর পরের বছর তাদের বাগদান ভেঙে যায়।

২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান আছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে।

অন্যদিকে ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top