ঢাকা | সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
কড়া নিরাপত্তা

হোটেল সোনারগাঁওয়ে শাকিব-বুবলী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ০০:৪২

হোটেল সোনারগাঁওয়ে শাকিব-বুবলী

বেবিবাম্প প্রকাশের পর রহস্য রাখলেও তিন দিনের মাথায় চিত্রনায়িকা শবনম বুবলী জানান, আড়াই বছর আগে ছেলেসন্তানের মা হয়েছেন তিনি। তার সন্তানের বাবা ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান।

এ খবর নিয়ে যখন দেশজুড়ে হইচই চলছে তখন একসঙ্গে শুটিংয়ে ফিরেছেন শাকিব খান ও বুবলী। শনিবার থেকে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু করেছেন এ তারকা জুটি।

তবে বর্তমান ইস্যুকে ঘিরে যে চাঞ্চল্য ছড়িয়েছে তাতে শাকিব-বুবলীর নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছিলেন 'লিডার-আমিই বাংলাদেশ' সিনেমার পরিচালক তপু খান। 

যে কারণে আজ সকাল থেকে রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে কঠোর নিরাপত্তায় শুরু হয় শাকিব-বুবলীর শুটিং। যেন বাইরের কোনো লোক প্রবেশ করতে না পারে। 

জানা গেছে, ওই হোটেলের প্রবেশ পথ বন্ধ করেই চলছে শুটিং। বাহিরে অবস্থান করছে অসংখ্য নিরাপত্তা কর্মী।

সিনেমার একটি রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব ও বুবলী। সকাল থেকেই চলছে সেই গানের দৃশ্যধারণের আয়োজন।

তবে বেলা ১১টার কিছু আগে কড়া নিরাপত্তায় শুটিং সেটে আসেন শাকিব ও বুবলী। ১১ মাস পর লাইট-ক্যামেরার সামনে আসেন তারা।  

এরপর থেকেই বাড়তি নিরাপত্তায় শুটিং চলছে। ইউনিটের লোক ছাড়া কাউকে সোনারগাঁও হোটেলে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তাকর্মীরা।  

চলমান ইস্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন সিনেমা সংশ্লিষ্টরা।

২০২১ সালের ২৫ মে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু হয়। ওই বছরের ২৬ সেপ্টেম্বরে সিনেমার শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়। পরে লকডাউন ও শাকিবের যুক্তরাষ্ট্র ভ্রমণের কারণে গানটির শুটিং করা সম্ভব হয়নি। এ গানটি শেষ করলেই সিনেমার শতভাগ কাজ সমাপ্ত হবে।
 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top