ঢাকা | সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ভূত হয়ে যে কারণে প্রিয়াংকাকে ধাওয়া করতে চান ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৫:৫৮

ভূত হয়ে যে কারণে প্রিয়াংকাকে ধাওয়া করতে চান ক্যাটরিনা

বিয়ের পর এই প্রথম বড়পর্দায় আসছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার হাসির ভৌতিক ছবি ‘ফোন ভূত’-এ রূপসী ভূতের বেশে আসতে চলেছেন এই নায়িকা।

গুরমিত সিং পরিচালিত ‘ফোন ভূত’-এর ট্রেলার সদ্য মুক্তি পেয়েছে। গুরমিত এর আগে অত্যন্ত হিট ওয়েব সিরিজ মির্জাপুর পরিচালনা করেছেন। 

সোমবার অনুষ্ঠিত হয়েছে এ ওয়েব সিরিজের ট্রেলার। সেখানে ক্যাটরিনাকে প্রশ্ন করা হয়— তিনি নিজে ভূতের ছবি দেখেন কিনা? জবাবে বলিউড সেনসেশন বলেন, ‘ভৌতিক ছবি দেখতে আমি খুবই ভয় পাই। আর আমার সামনে যদি কখনো জ্যান্ত ভূত আসে, তা হলে আমি সেখানেই মারা যাব।’ 

বলিউডের কোনো তারকাকে ভূত হয়ে ধাওয়া করতে চান, জানতে চাইলে মজার ছলে ক্যাটরিনা বলেন, ‘আমি প্রিয়াংকা চোপড়াকে ধাওয়া করতে চাই। জানতে চাই, এত কাজ সে কী করে করে?’

২০২১ সালের ৯ ডিসেম্বর বলিউড নায়ক ভিকি কৌশলকে বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ। বিয়ের পর প্রথম পর্দায় আসা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি। এই ছবির ট্রেলার ঘিরে ভিকির প্রতিক্রিয়া জানতে চাইলে ক্যাট বলেন, ‘ছবির ট্রেলার ভিকির দারুণ পছন্দ হয়েছে। ভিকির প্রতিক্রিয়া আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তার মনে হয়েছে, এই ছবিতে ভরপুর মজা আছে। আর দর্শক এই ছবি পুরোপুরি উপভোগ করবেন বলে ভিকি মনে করে।’ 

ক্যাট বলেন, ‘মানুষ এখন সুন্দর সময় কাটাতে চান। মজার কিছু দেখতে চান। আর ভরপুর উপভোগ করতে চান। আমাদের মনে হয় এই ছবিটা তাদের সেই প্রত্যাশা পূরণ করবে।’

‘ফোন ভূত’ প্রযোজনা করেছেন রীতেশ সিধওয়ানি আর ফারহান আখতার। অন্যান্য চরিত্রে আছেন জ্যাকি শ্রফ, সিদ্ধান্ত চতুর্বেদী আর ঈশান খট্টর। ছবিটি আগামী ৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে।

 

facebook sharing button



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top