ঢাকা | বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

‘পাঠান’র রেকর্ড ভাঙল ‘অ্যানিমেল’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩ ১৩:০১

অ্যানিমেল' ছবির পোষ্টার

প্রত্যাশা ছিল ভালোকিছু হবে। তবে মুক্তির প্রথম দিনে যে বক্স অফিসে ঝড় তুলবে ‘অ্যানিমেল’ তা হয়ত কম অনুমেয় ছিল। কারণ, এটি কোনো ছুটির দিনে মুক্তি পায়নি। সাধারণত কর্মদিবসে মুক্তি পাওয়া সিনেমাগুলো খুব একটা সুবিধা করতে পারে না। ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ প্রথম দিনের আয়ের হিসাব প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী, এক দিনেই এই ছবি ১১৬ কোটি রুপি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা।

 

এই আয়ের মাধ্যমে শাহরুখ খানের ‘পাঠান’র রেকর্ড ভেঙে দিয়েছে ‘অ্যানিমেল’। প্রথম দিন বক্স অফিসে বিশ্বজুড়ে শাহরুখের পাঠান ১০৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০ কোটি টাকা) আয় করেছিল। তবে ‘জওয়ান’র রেকর্ড অক্ষুণ্ন আছে।

 
 

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো হয়েছে এর গল্প। আছে হিংস্রতাও। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া এবং তৃপ্তি দিমরি। ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top