ঢাকা | সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

আফগানিস্তানে মাজার-ই-শরিফের কাছে ভূমিকম্প, সম্ভাব্য বিপর্যয়ের আশংকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ১৩:০৪

ছবিঃ সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফের কাছে ভূমিকম্প আঘাত হেনেছে এবং এতে এখন পর্যন্ত কমপক্ষে ৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মাজার-ই-শরিফ দেশটির সবচেয়ে বড় শহরগুলোর একটি।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, স্থানীয় সময় রাত একটায় সেখানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এবং এর গভীরতা ছিলো ২৮ কিলোমিটার।

সংস্থাটি ভূমিকম্পের ঘটনায় সেখানে 'উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি' এবং 'সম্ভাব্য ব্যাপক বিপর্যয়ের' বিষয়ে সতর্ক করে দিয়েছে।

বালখ প্রদেশের তালিবান মুখপাত্র হাজি জাইদ সামাজিক মাধ্যম এক্স-এ চার জনের মৃত্যুর তথ্য দিয়েছে এবং শোলগারা জেলায় 'বহু মানুষ আহত' হয়েছে বলে জানিয়েছেন।

এই প্রদেশেরই রাজধানী হলো মাজার-ই-শরিফ।

নিকটবর্তী পর্বতময় প্রদেশ সামানগানের একজন স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সেখানে অন্তত সাত জন মারা গেছে এবং দেড়শ জনকে হাসপাতালে আনা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top