গুলশানের আকাশে উড়ে মশা খুঁজছে ড্রোন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুলাই ২০২২ ০২:১৩

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ড্রোন দিয়ে মশা খোঁজার অভিযানে নেমেছে। শনিবার (২ জুন) সকাল ১০টায় গুলশান-২ এর ৭৪ নম্বর রোডে অবস্থিত হোটেল প্যারাডাইসের ছাদ থেকে ড্রোন ব্যবহার করে তারা। এ সময় ৬-৭ জনের একটি দলের নেতৃত্ব দেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান।
গুলশানের আকাশে ড্রোন উড়িয়ে আশপাশের ছাদগুলোতে মশার উৎপত্তিস্থলের খোঁজ করা হয় এ সময়। মশার উৎপত্তির অস্তিত্ব আছে- এমন ভবনের তালিকা অন্তর্ভুক্ত করা হয়।
ড্রোনের মাধ্যমে মশা খোঁজার অভিযান পরিচালনার বিষয়ে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, ‘আমাদের মশক নিধন কর্মীদের যদি বলি তোমরা ছাদে উঠে উঠে মশার উৎপত্তিস্থল চিহ্নিত করো, তাহলে তারা দুই, চার বা সর্বোচ্চ ১০টি বাড়ি দেখবে। আবার অনেক বাড়িতে ঢুকতে দেয় না তাদের। কিন্তু একটি উঁচু ভবনে যখন আমরা উঠে ড্রোন দিয়ে দেখছি, তখন আশপাশের শত শত বাড়ি কিন্তু আমরা একঘণ্টার মধ্যে দেখে ফেলতে পারছি। এতে করে যেমন কাজ সহজ হয়েছে, তেমনি দ্রুততার সাথে মশার উৎপত্তিস্থল ছাদও কিন্তু আমরা চিহ্নিত করে ফেলছি। সেই সঙ্গে তাৎক্ষণিক সেই ভবনে গিয়ে আমরা মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে পারছি। মূলত এই কারণেই আমরা মশক নিধন কর্যক্রম বেগবান করতেই আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করছি।’
তিনি বলেন, ‘আমরা যখন ড্রোন নিয়ে একেকটি ভবনে যাচ্ছি, আশপাশের শত শত ভবনের ছাদ দেখছি, তখন অন্য ভবন মালিকরাও কিন্তু সচেতন হয়ে যাচ্ছে। অভিযানে দণ্ডিত যেন তারা না হয়, সে কারণে নিজেরাই তাদের ভবনের ছাদ পরিষ্কার রাখছে। মূলত এটাই আমাদের দরকার, সবাই সচেতন হলে মশক নিধন, ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে আমরা নগরবাসীকে রক্ষা করতে পারবো।’
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা, মশক নিধন কর্মী, দুইজন ড্রোন অপারেটরসহ অন্যরা।
আপনার মূল্যবান মতামত দিন: