ঢাকা | রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

অধিকার-এর নিবন্ধন বাতিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুন ২০২২ ০৯:৩৮

অধিকার

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছে এনজিও বিষয়ক ব্যুরো। ফলে স্বয়ংক্রিয়ভাবে সংগঠনটির নিবন্ধন বাতিল হয়ে গেছে।

রবিবার সংগঠনটির নিবন্ধনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দেয়া হয়।

এনজিও ব্যুরোর জারি করা এক আদেশে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজে নিয়োজিত হওয়াসহ বেশ কয়েকটি কারণে ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল করা হয়েছে।

সেই কারণগুলো হচ্ছে- নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য এবং নতুন আইন অনুযায়ী আরোপিত বর্ধিত ফি ও ভ্যাট না দেয়া, বৈদেশিক অনুদানে বাস্তবায়িত প্রকল্পের আটটি আর্থিক নিরীক্ষা প্রতিবেদনের (অডিট রিপোর্ট) ওপর আপত্তির কোনো জবাব বা ব্যাখ্যা না দেয়া, ওয়েবসাইটে বাংলাদেশের বিরুদ্ধে ইস্যু তৈরি এবং তিনটি প্রকল্পে আর্থিক লেনদেনে অসঙ্গতি বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের যথাযথ জবাব না দেয়া।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top