ঢাকা | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
রাত পোহালেই ভোট

স্বতন্ত্রে ‘জমজমাট’, ব্যাপক নিরাপত্তা বলয়েও শঙ্কা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৪ ০২:২৭

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ

রাত পোহালেই শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। অথচ শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেসে নাশকতায় পাঁচটি তাজাপ্রাণ পুড়ে অঙ্গার হয়েছে। এছাড়া অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। দগদগে ক্ষতে ওষুধ দিয়ে সুস্থ করায় ব্যস্ত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা। এ ঘটনায় হতবাক দেশবাসী। ফলে রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকলেও অজানা আতঙ্কে ভোটাররা। এরপরও শান্তিপূর্ণ ভোট করতে শেষ সময়ে প্রস্তুতির কথা আবারও মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ নির্বাচনে যেমন বিএনপি নেই, তেমনি নেই আরও কিছু উল্লেখযোগ্য রাজনৈতিক দল। বিএনপিসহ অন্য বিরোধীদলগুলো এই নির্বাচন একতরফা বলে অভিযোগ তুলেছে। ফলে এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মাঠে নামিয়ে নির্বাচন জমজমাট করার চেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর বাইরে জাতীয় পার্টি ছাড়াও নির্বাচনে আছে বেশকিছু ছোট দল।
তবে শেষ পর্যন্ত এই নির্বাচন কতটা জমে উঠলো সেটা একটা বড় প্রশ্ন। ভোটারদের অংশগ্রহণ কেমন হবে সেটাও দেখার বিষয়।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top