ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

কারাগার থেকে বের হয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৩৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। আর গণতন্ত্রের জন্য এ লড়াইয়ে জনগণ জয়ী হবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কারাগার থেকে মুক্ত হওয়ার পর উপস্থিত জনতা ও নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ সাড়ে তিন মাস কারাগারে বন্দী থাকার পর এদিন মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিকেল সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে বের হয়ে আসেন মির্জা ফখরুল এবং তার পাঁচ মিনিট পর বের হন আমীর খসরু। কারাগার থেকে বের হওয়ার প্রধান ফটকে উপস্থিত হলে নেতা-কর্মীরা মুহুর্মুহু মুহুর্মুহু করতালি দিয়ে ফুলের পাঁপড়ি ছিটিয়ে তাদের বরণ করেন।
নেতা-কর্মীদের হাত তুলে অভিবাদন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের জনগণ সব সময় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। ইনশাআল্লাহ এই সংগ্রামে তারা জয়ী হবে।’

গণতন্ত্র ফেরানো চলমান আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকার কথাও দৃঢ়তার সাথে বলেন বিএনপি মহাসচিব।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top