ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সাংবাদিক সৈয়দ আহমেদ অটল আর নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৪ ০৪:৪২

ফাইল ফটো


ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র (ডিআরইউ) সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক করতোয়ার প্রধান প্রতিবেদক সৈয়দ আহমেদ অটল আর নেই।

শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাব ও ডিআরইউ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে ফুলেল শ্রদ্ধায় তাকে শেষ বিদায় জানান সহকর্মীরা। এ সময় জাতীয় প্রেস ক্লাব, ডিআরইউ, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তাকে শ্রদ্ধা জানান। বিকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top